শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

ফেইসবুক লাইভে মিথ্যা মন্তব্য এবং জমি দখলের পৃথক মামলায় চিত্রনায়িকা মাহীসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
admin
মার্চ ১৮, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ

মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

চিত্রনায়িকা মাহিয়া মাহী জমি সংক্রান্ত ঘটনায় পুলিশ বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে ফেইসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন। তিনি প্রতিপক্ষের ব্যাপারেও মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না। তার বিরুদ্ধে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। তাঁর প্রতিপক্ষের লোকজন জমি সংক্রান্ত ঘটনায় অইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত মামলা করেছেন। মাহিয়া মাহীকে শনিবার বেলা পৌণে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার মোল্লা নজরুল ইসলাম এসব কথা বলেন।
গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের মামলায় চিত্র নায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার (১৮ মার্চ) বেলা পৌণে ১২ টার দিকে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মো: ইকবাল হোসেন তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপরদিকে, কোটি টাকা মূল্যের জমি জোরপূর্বক দখলের জন্য রাকিব সরকার ও মাহিকে হুকুমের আসামি করে ব্যাসায়ী ইসমাইল হোসেন মামলা করেন। ওই মামলায় শুক্রবার (১৭ মার্চ) রাতে আসামী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার তেলিপাড়া এলাকার মোতালিব হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন সোহাগ (৩৮), পালের পাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান (৩২), বাড়ীয়ালী এলাকার ইয়ার উদ্দিনের ছেলে ফাহিম হোসেন হৃদয় (২২), গাজীপুর মেট্রো সদর থানার শিমুলতলী এলাকার আব্দুস সামাদের ছেলে জুয়েল রহমান (২৫), টাঙ্গাইলের সখিপুর উপজেলার ইদারজানি গ্রামের আব্দুল জব্বারের ছেলে জমশের আলী (৪৪), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয় গ্রামের মৃত পেটাল আলীর ছেলে মোস্তাক আহমেদ (২২), গাজীপুর মেট্রো সদর থানার নাগা এলাকার খালিদ সাইফুল্লাহ জুলহাস (৩০), গাজীপুর মেট্রো গাছা থানার শরিফপুর এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩৪) ও নেত্রকোনার আটাপাড়া উপজেলার আড়াগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে মাহবুব হাসান সাব্বিরকে (১৮) গ্রেফতার করে শনিবার (১৮ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।কমিশনার বলেন, মাহিয়া মাহীর স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এর আগে অস্ত্র, হত্যা ও ধর্ষণের তিনটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে কেউ সাক্ষী দেয়নি কিন্তু ঘটনা সত্য ছিল। তবে এখন মামলাগুলো পুনরায় তদন্ত ও সাক্ষী প্রমাণ গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া রাকিব সরকারের বিরুদ্ধে প্রতিনিয়িত আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। তার আরেক ভাই গাজীপুরের পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও দখলের ঘটনা ঘটিয়ে আসছে। আমরা গাজীপুরবাসীর দাবীর প্রেক্ষিতে বিভিন্ন মহাসড়ক থেকে অননুমোদিত ও অবৈধ যান চলাচল বন্ধ করা হয়েছে। এতে সড়কে স্বাভাবিক গতি ফিরে এসেছে।
এর আগে জমি দখল ও পুলিশের ভাবমুর্তি ক্ষুন্নের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অপমান অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, আক্রমনাতœক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইশৃঙ্খলা অবনতির ঘটানোর অপরাথে এ মামলা দায়ের করা হয়। শুক্রবার (১৭ মার্চ) রাত ৮ টা ৫৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে ওই থানায় এ মামলা দায়ের করেন।এদিকে, জোরপূর্বক জমি দখলের অভিযোগে হুকুমের আসামি করে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা করেন বাসন থানার দিঘীরচালা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ইসমাইল হোসেন।
কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্র নায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। অথচ মাহী বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। আজ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। পুলিশের ভাবমূর্তি ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।১৭ মার্চ শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহী সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম সনিরাজ কার প্যালেসে হামলা ও ভাংচুরের অভিযোগ করেন। ইসমাইল হোসেন ওরফে লাদেন এবং মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে লাইভে এসে অভিযোগ করেন মাহি।অন্যদিকে, মাহীর ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন বাসন থানার দিঘীরচালা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো রুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জমি উদ্ধার ও তাদের নির্যাতন থেকে বাাঁচার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের তিনি অভিযোগ দিয়েছেন। বিষয়টি মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টাও করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ওই শো রুমে নতুন কিছু গাড়ি উঠাতে থাকে রকিব সরকারের লোকজন।ইসমাইল বলেন, খবর পেয়ে সেখানে আমিসহ কয়েকজন হাজির হই। এ সময় দেশীয় অস্ত্রসহ রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। নিজেরাই নিজেদের শো রুম ভাঙচুর করেছে। এ ঘটনায় আমিসহ ৩ জন লোক আহত হই। ওই জমি রকিব সরকারের নয়।তিনি আরও বলেন, জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে রাকিব সরকার আমার কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন। যেখানে এক কোটি টাকা দিলে সমস্যা সমাধান হয়, সেখানে কেন আমি পুলিশকে দেড় কোটি টাকা দেব? পুলিশ আমার পক্ষে থাকলে আজ কেন আমি মার খেলাম? কেন মুক্তিযুদ্ধমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দিলাম ? গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে প্রশ্নবিদ্ধ করার জন্যই রকিব তার স্ত্রী চিত্রনায়িকা মাহীকে ব্যবহার করছেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম কে ক্ষমা করল- আওয়ামীলীগ

এপিবিএনের অভিযানে ৫৬টি ফোনসহ বিকাশের টাকা উদ্ধার

গাজীপুর শ্রীপুরের হালুকাইদ এলাকার প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বার্ণালঙ্কারসহ নগদ টাকা লুট

গাজীপুরে ভবানীপুরে আগুনে পুড়ে ছাই সোয়ান নীট কম্পোজিট

গাজীপুরে সহপাঠীর জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে সহকর্মী শিক্ষার্থী বন্ধুরা

গাজীপুরে রাজাবাড়িতে বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুর তিন আসনের এমপি সবুজ এর চার বছরপুর্তি উপলক্ষে মঞ্চ মাতালেন এম’পি মমতাজ,

লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত

গ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে এমপি সবুজের ঈদ উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন-যুব মহিলালীগ

গাজীপুর জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম কাপাসিয়ার লাবিবা

ভাষা পরিবর্তন করুন »