মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. তথ্য ও প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. ধর্ম
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. সম্পাদকীয়

গাজীপুরে কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
admin
এপ্রিল ৪, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ

শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম
গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরের আংশিক এলাকায় রাজাবাড়ী ইউনিয়নের পাবুর সড়কের (সূর্যনারায়নপুর) এলাকায় কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজাবাড়ী, পাবুর ও সূর্যনারায়নপুর এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ওই রিসোর্টের সামনে এক ঘন্টাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ করে।
রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজি মানবন্ধনে বক্তৃতায় বলেন, ঢাকার মেরুল বাড্ডা (প্রগতি টাওয়ার) এলাকার শহিদুল ইসলাম তার মালিকানাধীন কোকোমো সানসেট রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই রিসোর্ট বন্ধের দাবি জানিয়ে এলেও তিনি তা বন্ধ করেননি। চিনাশুখানিয়া গ্রামের মৃত তফাজ উদ্দিন খানের ছেলে হেলাল উদ্দিন মুঠোফোনে রিসোর্ট মালিককে অসামাজিক কার্যকলাপ বন্ধের অনুরোধ করলে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হেলাল উদ্দিনকে মারধরের হুমকি দেয় এবং মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এ ঘটনায় হেলাল উদ্দিন শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তাছাড়াও রিসোর্ট মালিক শহিদুল ইসলাম আওয়ামীলীগকে নিয়ে অশ্লীল  গালিগালাজসহ বিভিন্ন ধরনের কটুক্তি করে। যা হেলাল উদ্দিনের মুঠোফোনে রেকর্ড সংরক্ষিত রয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী তাদের বক্তব্য বলেন, রিসোর্টের নামে এখানে অসামাজিক কার্যকলাপ হয়। অনেক তরুণ-তরুণীর আসা যাওয়া এখানে। মদের আড্ডা হয়। রিসোর্টটি গ্রামের ভিতর হওয়ায় স্কুল, কলেজ পড়োয়া শিক্ষার্থীদের পড়াশোনা ও ধর্মীয় কাজে ব্যাগাত ঘটে।তারা আরও অভিযোগ করেন, ভয়ভীতি দেখিয়ে জোর করে জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ইতোমধ্যেই সে রিসোটর্রে নামে অনেক জমি দখল করে গাছ কেটে ও মাটি ভরাট করেছে। এসব নিয়ে প্রতিবাদ করলেই হুমকি-ধমকি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর জেলা যুবলীগের সদস্য শহীদুল্লাহ সরদার,
রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাসুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ শিকদার, যুগ্ন সম্পাদক বিল্লাল হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য নূরুল ইসলাম শিমুল, যুবলীগ নেতা ইউসুফ আলী শেখ, কাওসার হোসেন দিপু বেলায়েত হোসেন পলান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন খান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ফকির, রাজাবাড়ী ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি শামসুন্নাহার
কোকোমো সানসেট রিসোর্টের মালিক অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, আমার রিসোর্টে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হয় না। এখনো পুরোপুরি রিসোর্টের কাজ শেষ হয়নি এবং রিসোর্টটি নির্মানাধীন। আমাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার জন্য ওই ব্যাক্তি কিছু মহিলা ও লোকদের টাকা দিয়ে আমার বিরেুদ্ধে এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। অভিযোগের কোনও ভিত্তি নেই।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

নাটোরের লালপুরে পদ্মার বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ক্যাম্পাস উদ্বোধন করলে -এমপি সবুজ

গ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে এমপি সবুজের ঈদ উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন-যুব মহিলালীগ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি- সভাপতি-অধ্যাপক আবুল হোসেন, সম্পাদক -মুছা খান।

বহগ

গাজীপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ

কাঠমিস্ত্রি,সাংবাদিক পরিচয়ে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখিয়ে বনের জমি দখল।। অতঃপর উদ্ধার

গাজীপুরে বন বিভাগের অভিযানে ২০ টি বন্যপ্রাণী উদ্ধার ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত

গাজীপুরে সাংবাদিক পরিচয়দারী কাঠমিস্ত্রীর সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

জমি নিয়ে বিরোধে চাঁদাবাজি মামলাদিয়ে হয়রানির, প্রতিবাদের সংবাদ সম্মেলন

ভাষা পরিবর্তন করুন »