গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেলব্রিজ থেকে পারুলি নদীতে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) বেলা প্রায় ১২টার দিকে ইজ্জতপুর বাজার সংলগ্ন রেলব্রিজের নিচে পারুলি নদীতে এ ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে দেখা যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে তিনি রেলব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন।
ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে খবর পেয়ে জয়দেবপুর (রাজেন্দ্রপুর) মডেল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের লিডার নূরে আলমের নেতৃত্বে এবং এলাকাবাসীর সহযোগিতায় টানা ৪০ মিনিটের বেশি সময় অভিযান চালানো হয়।
শেষে স্থানীয় ব্যক্তি হেলাল উদ্দিন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
নূরে আলম জানান, “নদীতে তীব্র স্রোত না থাকায় ধারণা করা হচ্ছিল যে মৃতদেহ আশেপাশেই রয়েছে। সে অনুযায়ী অনুসন্ধান চালিয়ে উদ্ধার সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
এলাকাবাসী জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।