শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক॥ যায়যায় সময়
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত এবং গাকৃবি’র সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি।” তরুণদের কৃষি গবেষণা ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, “স্বপ্নের কৃষি গঠনে তারুণ্যই মূল শক্তি। ২০৫০ সালকে লক্ষ্য রেখে ২৫ বছর মেয়াদি কৃষি পরিকল্পনায় ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়কে হটস্পট হিসেবে ধরা হয়েছে। সরকার কৃষিবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে আন্তরিকভাবে কাজ করছে।”
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বিশ্ব জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বিপ্লব ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তারুণ্যের উদ্ভাবনী শক্তিই কৃষিকে রূপান্তরিত করার কার্যকর হাতিয়ার।”
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া অনুষ্ঠানে গাকৃবির ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিজ্ঞানী, উদ্যোক্তাসহ প্রায় ৩৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র এইআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সালাম। তিনি কৃষিতে প্রযুক্তি প্রয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী উৎসবে ১১ জন সফল কৃষি উদ্যোক্তা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের মধ্যে গাকৃবি থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট সম্পন্নকারীরাও ছিলেন। উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সভাপতির বক্তব্যে ড. নাজমুন নাহার করিম তরুণদের কৃষি উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে পরিবর্তনশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, “তারুণ্যের উৎসব ২০২৫” ক্রমান্বয়ে দেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।