শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক| যায়যায় সময়
গাজীপুরের বিলিভার্স ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ছিল সীরাত র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকাল ৯টায় মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা শাহজালাল এবং সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল নাইমুর রহমান। হেফজ বিভাগের শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার পর বর্ণাঢ্য সীরাত র্যালি বের করা হয়। এতে শিক্ষার্থীরা রাসূল (সা.)-এর হাদীস ও বানীখচিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বলেন, “আমাদের কচিকাচাদের ছোটবেলা থেকেই রাসূল (সা.)-এর জীবনাদর্শে গড়ে তুলতে হবে। তবেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে।”
বিশেষ অতিথি অধ্যক্ষ শাহাব উদ্দিন বলেন, “রাসূল (সা.) তাঁর সুমহান আদর্শ দিয়ে জাহেলি সমাজকে আলোকিত করেছিলেন। সুন্দর সমাজ গড়তে হলে সন্তানদের নবীজির আদর্শে গড়ে তুলতে হবে। আর সন্তানদের আদর্শবান করতে হলে পিতা-মাতাকেও বাস্তব জীবনে আদর্শবান হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, পরিচালক আরিফুল ইসলাম উজ্জ্বল ও প্রশাসনিক কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বক্তাদের আলোচনায় ফুটে ওঠে নবীজির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নবীজি (সা.)-এর শানে কালজয়ী নাত পরিবেশন করে সভায় এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেন। এ সময় ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন করে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা বিনতে মাসুদ ও তৃতীয় শ্রেণির ছাত্র তাহমিদ আখইয়ার। বাংলা ভাষায় বক্তব্য দেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়াম শিফা। বিশেষ আকর্ষণ ছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান সাদিয়ার উপস্থাপিত প্রবন্ধ “সমাজ জীবনে রাসূল (সা.) এর অবদান”।
পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।