শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি শ্রীপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হুদা শাহীন। পাশাপাশি ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মহিদুল ইসলাম (নয়ন) এবং ২য় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহনুর সরকার। এছাড়া সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. রাকিব মোড়ল।
৩১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ইউনিয়নের তরুণ ও অভিজ্ঞ নেতারা। কমিটির মধ্যে রয়েছেন যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের সক্রিয় কর্মীরা।
শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোতালেব হোসেন ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।