নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময়
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি, কক্সবাজারের টেকনাফের সন্তান এবং দৈনিক যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক আবুল কাশেমকে তাঁর নিজ মাতৃভূমিতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ বিভিন্ন সমিতির প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
গণসংবর্ধনায় বক্তারা বলেন, আবুল কাশেম শুধু একজন অনুসন্ধানী সাংবাদিক নন, তিনি সমাজের অনিয়ম-দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর। তাঁর নেতৃত্বে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ আরও শক্তিশালী হবে এবং এ অর্জন সমগ্র টেকনাফবাসীর জন্য গর্বের।
সংবর্ধিত সভাপতি আবুল কাশেম আবেগাপ্লুত হয়ে বলেন, “এই সম্মান আমার মাতৃভূমির মানুষের। সাংবাদিকদের অধিকার, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। আমি অতি সাধারণ পরিবারের সন্তান, আমাকে সবাই যে ভালোবাসা দেখিয়েছেন তা আজীবন মনে রাখার মতো। সবসময় চেষ্টা করব আমার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার জন্য।”
তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে আমার কলম থামবে না। আপনারাই আমার শক্তি, আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আগামীতে আমি হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।”