গাজীপুরে কথিত ভণ্ড কবিরাজ ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক গ্রেফতার
গাজীপুর মহানগরের সদর থানা এলাকা থেকে মোজাম্মেল হক নামে এক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও স্বঘোষিত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোজাম্মেল হক গাজীপুর সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে তিনি কোনাবাড়ী এলাকার আলোচিত ‘সাততলা কবিরাজ বাড়ি’র প্রতিষ্ঠাতা, যেখানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে মোজাম্মেল হক সরকারি জমি দখল, অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র পরিচালনা এবং আর্থিক প্রতারণাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
এ ব্যাপারে সদর মেট্রো থানার এসআই মো. আবুল কাশেম জানান, মোজাম্মেল হককে একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তার কবিরাজি কার্যক্রমের আড়ালে একটি সুসংগঠিত প্রতারণা চক্র গড়ে উঠেছিল, যার মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ স্বস্তি প্রকাশ করলেও, আবার অনেকে তার প্রভাব-প্রতিপত্তির কারণে ভবিষ্যৎ বিচারপ্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, পুরো চক্রটি উন্মোচনে কাজ করছে পুলিশ।