যায়যায় সময় বিনোদন ডেস্ক থেকে প্রকাশিত
ভোট
মোঃ আল-আমিন সরকার
ছন্দ: মাত্রাবৃত্ত
ভোট ভোট রবে,
জোট হয় সবে,
বদ লোক জাদু,
হয় সব সাধু।
স্বর হয় কাঁদু,
ঠিক যেন দাদু।
জোট হয় মহা,
সৎ সে’ই কহা।
যায় সব ঘরে,
দুই হাত ধরে।
বাপ ভাই বলে,
ভোট চায় ছলে।
তুক তাক ভাষা,
চোখ মুখ হাসা।
কত শত আশা,
মন প্রাণ ঠাসা।
ভোট যেই শেষ,
নাই তার লেশ।
দিন মাস ক্ষণে,
পাঁচ সন গনে।
পাঁচ সন গেলে,
ফের দেখা মেলে।
এই হলো খেলা,
ভোট ভোট মেলা।
নব দিন পানে,
নিজ নিজ জ্ঞানে।
সৎ পথে ঝুঁকে,
দাঁড়া ভাই রুখে।
®_______আল-আমিন।
বাংলাদেশ মিলিটারি একাডেমী,
ভাটিয়ারী, চট্রগ্রাম।