নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকার বাসা থেকে ফোনে উত্তরায় ডেকে নিয়ে এক পোশাক কর্মকর্তাকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। নিহত সবুজ পাঠান (২৫), স্থানীয় রাসনা নিটিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
নিহতের স্ত্রী বাপ্পী আক্তার জানান, ৩০আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটির কোনাবাড়ি এলাকার মো. দুলাল মিয়ার মেয়ে রুনা আক্তার (২৫) উত্তরাস্থ বাসায় সবুজকে নিয়ে যায়। পরদিন রাত সোয় ২টার দিকে আমার চাচাত ভাই রায়হান পাঠানের মোবাইল ফোনে জানানো হয়, সবুজ গুরুতর অসুস্থ্য। ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নেয়ার আগেই সবুজ মারা যান। পরে অ্যাম্বুলেন্সে করে তার লাশ সবুজের বড় বোনের বাসায় পাঠিয়ে দেয়া হয়। তার গলায় ও অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বড় বোন শাহিদা বেগম জানান, এলাকার মেয়ে রুনার উত্তরার বাসায় আগেও সবুজের যাতায়ত ছিল। সে সম্পর্কের সূত্র ধরেই রুনার সমস্যার কথা শুনে তার মোবাইল ফোন পেয়ে সেদিন সবুজ উত্তরায় গিয়েছিল। তারপরই সবুজকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তুরাগ থানায় নিহতের স্ত্রী বাপ্পী বাদি হয়ে মামলা করেছেন। তিনি জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তুরাগ থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন বলেন, ওই ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।